নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের বিদায়।

আমার দেশ ডেস্কঃ
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিরোপা জেতার কথা বলে যাওয়া বাংলাদেশ টানা দুই হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিলো। বিদায় নিশ্চিত হয়ে গেল দুই ম্যাচ হারা স্বাগতিক পাকিস্তানেরও।
বাংলাদেশ জিতলে টিকে রইত পাকিস্তানের আশা। ‘এ’ গ্রপে সেমিফাইনালের হিসেবটাও ঝুলে রইত। বেরসিক রাচিন রবীন্দ্র তা হতে দিলেন না। তার দারুণ সেঞ্চুরিতে চুকে গেল সব কিছু। বাংলাদেশকে রীতিমতো উড়িয়ে দিল কিউইরা। এতে  ভারতকে নিয়ে সেমিফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড। আর নিজেরা হেরে পাকিস্তানকে নিয়ে বাদ পড়ল বাংলাদেশ।
গতকাল সোমবার রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড জিতেছে ৫ উইকেটে। রাচিনের সেঞ্চুরিতে বাংলাদেশের ২৩৬ রান টপকে যেতে বল কম খেলতে হয়েছে তাদের।
আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৩৬ রানের দলীয় সংগ্রহ করে টাইগাররা।   জবাবে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরি ও টম ল্যাথামের হাফ সেঞ্চুরিতে ৪৬.১ ওভারে (২৩ বল হাতে রেখে) জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো ছিল না নিউজিল্যান্ডের। প্রথম ওভারেই স্টাম্প উপড়ে উইল ইয়াংকে বিদায় করেন তাসকিন আহমেদ। কিছুক্ষণ পর কেন উইলিয়ামসনও থামেন, তাকে ফেরান বাংলাদেশের তরুণ গতি তারকা। ১৫ রানে দুই উইকেট হারানো দলের চাপ কমান ডেভন কনওয়ে ও রাচিন। যদিও এই জুটি তেমন বড় হয়নি, দলীয় ৭২ রানে কনওয়েকে আউট করেন মুস্তাফিজুর রহমান। এর আগে ৪৫ বলে ৬টি চারে ৩০ রান করেন কনওয়ে। এখান থেকে জুটি গড়ে তোলে রাচিন ও ল্যাথাম। চতুর্থ উইকেটে ১৩৬ বলে ১২৯ রান যোগ করেন এ দুজন।
এই জুটিতেই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় নিউজিল্যান্ডের, ২০০ ছাড়িয়ে যায় দলটি। এরপর থামেন চাপ কাটিয়ে অসাধারণ ব্যাটিংয়ে দলকে পথ দেখানো রাচিন। বাঁহাতি এই অলরাউন্ডার ১০৫ বলে ১২টি চার ও একটি ছক্কায় ১১২ রানের ঝলমলে ইনিংস খেলেন, ওয়ানডেতে এটা তার চতুর্থ সেঞ্চুরি। ৭৬ বলে ৩টি চারে ৫৫ রান করা ল্যাথাম কিছুক্ষণ পর আউট হলে জয় তুলে নেওয়ার বাকি কাজটুকু সারেন গ্লেন ফিলিপস ও বল হাতে বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলা মাইকেল ব্রেসওয়েল। ফিলিপস ২১ ও ম্যাচসেরা ব্রেসওয়েল ১১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের তাসকিন, নাহিদ, মুস্তাফিজ ও রিশাদ একটি করে উইকেট নেন।

আরও পড়ুন