নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দ্যুতিময় শ্রাবণ্য তৌহিদা।

আমার দেশ ডেস্কঃ
বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
দেশের জনপ্রিয় উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা। পেশায় একজন চিকিৎসক হলেও ক্রিকেট নিয়ে নিয়মিত শো করার পাশাপাশি উপস্থাপনায় দ্যুতি ছড়ান টেলিভিশন অনুষ্ঠান ও করপোরেট প্রোগ্রামে। এ ছাড়া অভিনয় করেন নাটকে। ছয় বছর আগে পুত্র সন্তানের পর গত নভেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন এই তারকা।

চাকরি, দুই সন্তান ও সংসার নিয়ে ব্যস্ততা থাকলেও বিরতি নেই শোবিজ অঙ্গনে। আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে তার এই কর্মচঞ্চলতা এক ধাপ বেড়ে গেছে। তিনি বলেন, ‘বিভিন্ন করপোরেট প্রোগ্রাম ও টেলিভিশনের নিয়মিত আয়োজনের পাশাপাশি রমজান ও ঈদের অনুষ্ঠান নিয়ে কাজ করতে হচ্ছে। এই ব্যস্ততা ঈদ পর্যন্ত থাকবেই।’

ঈদের পরেও ফুরসত নেই শ্রাবণ্য তৌহিদার। বিভিন্ন প্রোগ্রামে সুন্দর উপস্থাপনায় দর্শকদের প্রাণবন্ত করে তুলবেন তিনি। এর মধ্যে অন্যতম আয়োজন ‘ভালোবাসা পদক’। শফিক রেহমানের হাত ধরে প্রবর্তিত হচ্ছে এই পদক প্রদান। ভিন্ন ঘরানার এই আয়োজন নিয়ে শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘এই অনুষ্ঠানটি ২৫ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলে সেটি অনুষ্ঠিত হবে এপ্রিলে। এ বিষয়ে গত ১৪ ফেব্রুয়ারির এক অনুষ্ঠানের মাধ্যমে ভালোবাসা পদকের ঘোষণা দেওয়া হয়। সেই অনুষ্ঠানটিও আমি উপস্থাপনা করেছি।’ বছরজুড়ে উপস্থাপনায় ব্যস্ত থাকেন শ্রাবণ্য তৌহিদা।

উপস্থাপনা উপভোগ করেন তিনি। তাই টেলিভিশন কিংবা এর বাইরে উভয় মাধ্যমেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এই তারকা। অনুষ্ঠানের ধরন ভিন্ন থাকলেও সাবলীলভাবে মানিয়ে নেন তিনি। তবে কখনো কখনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। কয়েকটি মজার ঘটনাও ঘটেছে তার ক্যারিয়ারে।

তেমনই এক আয়োজন ছিল ২০১৩ সালে। শ্রাবণ্য বলেন, ‘ইঞ্জিনিয়ারদের নিয়ে চ্যানেল টুয়েন্টিফোরের এক অনুষ্ঠান হয়েছিল ছয় মাসব্যাপী। আমি চিকিৎসক এ সম্পর্কে তারা অবগত ছিলেন না। ইঞ্জিনিয়াররা ভেবেছিলেন আমি তাদেরই লোক। অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে সবাই জানতে পারেন আমার পরিচয়। অবাক হয়েছিলেন তারা।

আরও পড়ুন