চাকরি, দুই সন্তান ও সংসার নিয়ে ব্যস্ততা থাকলেও বিরতি নেই শোবিজ অঙ্গনে। আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে তার এই কর্মচঞ্চলতা এক ধাপ বেড়ে গেছে। তিনি বলেন, ‘বিভিন্ন করপোরেট প্রোগ্রাম ও টেলিভিশনের নিয়মিত আয়োজনের পাশাপাশি রমজান ও ঈদের অনুষ্ঠান নিয়ে কাজ করতে হচ্ছে। এই ব্যস্ততা ঈদ পর্যন্ত থাকবেই।’
ঈদের পরেও ফুরসত নেই শ্রাবণ্য তৌহিদার। বিভিন্ন প্রোগ্রামে সুন্দর উপস্থাপনায় দর্শকদের প্রাণবন্ত করে তুলবেন তিনি। এর মধ্যে অন্যতম আয়োজন ‘ভালোবাসা পদক’। শফিক রেহমানের হাত ধরে প্রবর্তিত হচ্ছে এই পদক প্রদান। ভিন্ন ঘরানার এই আয়োজন নিয়ে শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘এই অনুষ্ঠানটি ২৫ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলে সেটি অনুষ্ঠিত হবে এপ্রিলে। এ বিষয়ে গত ১৪ ফেব্রুয়ারির এক অনুষ্ঠানের মাধ্যমে ভালোবাসা পদকের ঘোষণা দেওয়া হয়। সেই অনুষ্ঠানটিও আমি উপস্থাপনা করেছি।’ বছরজুড়ে উপস্থাপনায় ব্যস্ত থাকেন শ্রাবণ্য তৌহিদা।
উপস্থাপনা উপভোগ করেন তিনি। তাই টেলিভিশন কিংবা এর বাইরে উভয় মাধ্যমেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এই তারকা। অনুষ্ঠানের ধরন ভিন্ন থাকলেও সাবলীলভাবে মানিয়ে নেন তিনি। তবে কখনো কখনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। কয়েকটি মজার ঘটনাও ঘটেছে তার ক্যারিয়ারে।