বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫
রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার সকাল ৭টা ৩৫মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি বলেন, দুইঘণ্টা চেষ্টার পর বুধবার সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলমান রয়েছে।
এর আগে এদিন ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে টাওয়ারটিতে আগুন লাগে। খবর পেয়ে ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে ৫টি ইউনিটের কাজ করতে হয়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আমাদের প্রথম ইউনিট কাজ শুরু করে। এরপর ধাপে ধাপে ১৪টি ইউনিট পাঠানো হয়।
এ ঘটনায় প্রাথমকিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। এখন পর্যন্ত দুজন পুরুষকে উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।