নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ দল, আলোচনা হবে পার্লামেন্টে।

নিউজ ডেস্কঃ
রবিবার, ২ মার্চ, ২০২৫
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও পাত্তা পায়নি পাকিস্তান। এ দুটি ম্যাচ হারের পরই চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয় বাবর আজম- মোহাম্মদ রিজওয়ানদের। গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটা ছিল শুধু আনুষ্ঠানিকতার, সেটাও ভেস্তে গেছে বৃষ্টিতে। ফলে চ্যাম্পিয়নস ট্রফিতে জয়হীনই থেকেছে পাকিস্তান।
বৈশ্বিক টুর্নামেন্টে এমন ভরাডুবির পর বাবর-রিজওয়ানদের নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। গুঞ্জন উঠেছে, দলটির কোচ আকিব জাভেদকেও ছাঁটাই করা হবে। এ গুঞ্জনের মধ্যেই নতুন খবর দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক ও জনসংযোগ সহকারী রানা সানাউল্লাহ।
দেশটির সংবাদমাধ্যম জিও নিউজকে রানা সানাউল্লাহ জানিয়েছেন, রিজওয়ানদের ব্যর্থতার বিষয়টি পার্লামেন্টে উত্থাপন করতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অনুরোধ করবেন তিনি।
জিও নিউজের অনুষ্ঠান ‘জিও পাকিস্তানে’ হাজির হয়ে রানা সানাউল্লাহ বলেছেন, ‘প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বিষয়টি দেখবেন। আমরা তাঁকে (ক্রিকেট সম্পর্কিত) এ বিষয়গুলো মন্ত্রিসভা ও পার্লামেন্টে উত্থাপন করতে বলব।’
শুধু জাতীয় দলের ব্যর্থতা নয়, পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘স্বেচ্ছাচারিতা’ নিয়েও আলোচনা করবেন বলে জানিয়েছেন সানাউল্লাহ। তিনি বলেছেন, ‘এটা শুধু একজন চেয়ারম্যান নিয়োগের বিষয় নয়। সবশেষ ৫ বা ১০ বছরের দিকে তাকালেই বুঝতে পারবেন, সেখানে কী ঘটছে।’
তিনি যোগ করেন, ‘কলেজ ও জেলা পর্যায়ের ক্রিকেটের বর্তমান অবস্থা (কতটা খারাপ) ও পেশাদার পর্যায়ে কত খরচ হয়েছে, তা জনসাধারণের সামনে প্রকাশ করা উচিত।

আরও পড়ুন