নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

, মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা একটি জটিল ও কঠিন: তাজুল ইসলাম।

আমারদেশ২৪
বুধবার ০৫ মার্চ ২০২৫
অতিরিক্ত চাপ প্রয়োগ না করার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোঃ তাজুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা একটি জটিল ও কঠি প্রক্রিয়া।আজ বুধবার ট্রাইব্যুনালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
কবে নাগাদ জুলাই বিপ্লবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের রিপোর্ট পাওয়া যাবে- এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘আশা করি খুব দ্রুত কিছু রিপোর্ট আমরা পেয়ে যাব। যখন পাব তখন আপনাদের জানাব।’অন্য এক প্রশ্নে তাজুল ইসলাম বলেন, ‘আমাদের সর্বাত্মক প্রস্তুতি চলছে। দিন-রাত কাজ চলছে, ইনশাআল্লাহ কারো মধ্যে কোনো গাফিলতি নেই। আমরা জাতির কাছে কমিটেট একটি ন্যায়বিচার নিশ্চিত করার জন্য।’ কাউকে হতাশ না হওয়ার অনুরোধ করেন তিনি।
তিনি আরো বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা একটি জটিল ও কঠিন প্রক্রিয়া, কেউ অতিরিক্ত চাপ দেবেন না।’সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিলোভিজ সকালে ট্রাইব্যুনাল পরিদর্শনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা বিচারের বর্তমান অগ্রগতি ও সার্বিক খোঁজখবর নেন।
জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং গত ১৫ বছরে যারা গুম-খুনের শিকার তারা যেন ন্যায়বিচার পান এবং ভবিষ্যতে আর কেউ যেন বিগত সরকারের মতো অপরাধ না করতে পারে সে ব্যাপারে তারা তথ্য দিয়ে এবং পরামর্শমূলক সহযোগিতা করতে চান বলে জানান চিফ প্রসিকিউটর।এর আগে বিচারপ্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্টের সাবেক দুই কূটনীতিক। রাইট টু ফ্রিডম নামের মার্কিন থিংকট্যাংকের পক্ষ থেকে সকালে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন।

আরও পড়ুন