আমারদেশ২৪
বৃহস্পতিবার ০৬ মার্চ, ২০২৫
ভিরাট কোহলিকে কেন ওয়ানডের ‘রাজা’ বলা হয়, তা আরেকবার দেখালেন ভারতীয় তারকা। রান তাড়ায় খেললেন চমৎকার ইনিংস। টুর্নামেন্টে আরও একবার ফিনিশারের ভূমিকা পালন করলেন লোকেশ রাহুল। অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল ভারত।
প্রথম সেমি-ফাইনালে ম্যাচ ছাড়ার মহড়ায় লড়াই সেভাবে জমাতেই পারল না অস্ট্রেলিয়া। বিশ্ব চ্যাম্পিয়নরা ৪ উইকেটে হেরে বিদায় নিল টুর্নামেন্ট থেকে।দুবাইয়ে মঙ্গলবার ভারতের জয়ের ভিত গড়ে দেন বোলাররা। ৩৬ ওভার শেষে ৪ উইকেটে ১৯৫ রানের শক্ত অবস্থানে থেকেও অস্ট্রেলিয়া ২৬৪ রানে গুটিয়ে যায় তিন বল বাকি থাকতে। সেই রান ভারত পেরিয়ে যায় ১১ বল হাতে রেখেই।
ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল ভারত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদে গ্যালারি ভরা দর্শকের সামনে তারা হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। তারপর এই সংস্করণে দুই দলের প্রথম দেখায় অস্ট্রেলিয়াকে হারিয়ে পুরোনো ক্ষতে কিছুটা প্রলেপ দিতে পারল ভারত।
রোহিত শার্মার নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আরেকটি আইসিসি ট্রফি জয়ের দুয়ারে পৌঁছে গেল তারা। দুবাইয়েই আগামী রোববার শিরোপা লড়াইয়ে তারা খেলবে নিউ জিল্যান্ড অথবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।