নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ফাইনালের মাঠ নিয়ে সমালোচনার ঝড়।

আমারদেশ২৪ ডেস্কঃ
শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

এখনও পর্যন্ত সবগুলো ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছে ভারত। টুর্নামেন্টে ভারত নিজেদের সবকটি ম্যাচ খেলছে নিরপেক্ষ ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নির্দিষ্ট একটি ভেন্যুতে খেলায় অন্য দলগুলোর থেকে তুলনায় বাড়তি সুবিধা পাচ্ছেন বলে ধারনা করা হচ্ছে রোহিত-কোহলিরা।

এ নিয়ে ক্রিকেটবিশ্বে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। এই ভেন্যুতেই রোববার ফাইনাল খেলাটিও অনুষ্ঠিত হবে। যেখানে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। অথচ ভারতীয়দের তা নিয়ে কোনো অভিযোগ নেই।এই মাঠেই গ্রুপপর্বে ভারতের সঙ্গে হেরেছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচের উইকেট কিছুটা ধীরগতির ছিল। সুবিধা পেয়েছেন স্পিনাররা। কিন্তু সর্বশেষ ম্যাচে বিপরীত চরিত্রে দেখা গেছে দুবাইয়ের উইকেট। এবার উইকেট কেমন আচরণ করবে?

এ প্রসঙ্গে কিউইদের ভারতীয় বংশোদ্ভূত ওপেনার রাঁচিন রবিন্দ্র বলেছেন, ‘দুবাইয়ের পিচ কেমন হবে জানি না। ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে বল ঘুরছিল। কিন্তু আগের দিনের ম্যাচে বল সেভাবে ঘোরেনি। আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। রোববার দ্রুত সেই কাজটা করতে হবে।’

নিউজিল্যান্ডের উইলিয়াসন বলেন, ‘ভারত বেশ কয়েকটা ম্যাচ খেলেছে দুবাইয়ে। তাই ওরা ফাইনালে কীভাবে খেলতে চাইবে সে সম্পর্কে ধারণা আছে আমাদের। আমরাও লাহোরে বেশ কয়েকটা ম্যাচ খেলেছি। ওরাও আমাদের মতো সুবিধা পেয়েছে। এটা ক্রিকেটেরই অংশ। বিতর্কের কিছু নেই।’

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক যোগ করেন, ‘আমাদের লক্ষ্য এখন ফাইনালে। মাঠ, প্রতিপক্ষ, নিজেদের পারফরম্যান্স সবকিছু নিয়েই ভাবতে হবে। দুবাইয়ে একবার খেলায় সেই অভিজ্ঞতাও রয়েছে আমাদের। দুটো জায়গার পরিবেশ আলাদা। এখানকার ইতিবাচক দিকগুলো নিয়েই দুবাই যেতে চাই। দুই-তিন দিনের মধ্যে আমাদের তৈরি হতে হবে।’

দুবাইয়ের মাঠে স্পিনাররা সুবিধা পাচ্ছেন। ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলছেন তারা। তবে দুবাইয়ে আগে খেলায় তাদের সুবিধা হবে বলে মনে করেন উইলিয়ামসন। তার ভাষায়, ‘দুই মাঠের পরিবেশ আলাদা মানছি। কিন্তু যে কোনো প্রতিযোগিতাতেই এ রকম কঠিন পরিবেশে খেলতে হয়। পরিস্থিতির বদল হবেই। ভারতের সঙ্গে খেলা আমাদের কাছে সুবিধার। কারণ এই মাঠে আগেও ওদের বিপক্ষে আমরা খেলেছিলাম।’

পরিসংখ্যানে নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও, ফাইনালে ফেবারিটের তকমা নিয়ে মাঠে নামবে ভারত। কারণ, নিউজিল্যান্ড লাহোর-করাচি-রাওয়ালপিন্ডি-দুবাই ঘুরে ঘুরে সব ম্যাচ খেলেছে। সেখানে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ খেলছে একই মাঠে। কিছুটা এগিয়ে থেকে ভারত যে ফাইনালে নামবে তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন