নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ভারতের স্বপ্ন ভাঙ্গতে যথেষ্ট যে ৫ কিউই।

আমারদেশ২বার, ৯ মার্চ, ২০২৫
রবিবার ০৯ মার্চ ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির আজকের ফাইনালে ভারতের মুখোমুখী হচ্ছে নিউজিল্যান্ড। মিনি বিশ্বকাপের মর্যাদা পাওয়া এ আসরে অপরাজিত থেকে ফাইনালে খেলতে আসা রোহিত বাহিনীকে হারাতে হলে ভিন্ন রকম কিছুই করে দেখাতে হবে উইলিয়ামসনের সতীর্থদের।
এক্ষেত্রে, নিউজিল্যান্ডের এই পাঁচ তুরুপের তাস যদি নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারেন, তাহলে ভারতকে আবারও স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হতে পারে।
রাচিন রবীন্দ্র
ওপেনিংয়ে দুর্দান্ত পারফর্মার করা রাচিন রবীন্দ্র এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ইতোমধ্যেই দুটি সেঞ্চুরি করে ফেলেছেন। এ আসরে তিনি ব্যতীত আর কেউই এই কীর্তি গড়তে পারেননি। তিনি ভারতের জন্যে শঙ্কার কারণ হতে পারেন।
নিউজিল্যান্ডের শিরোপা জয়ের জন্যে রাচিনের ব্যাটে রান পাওয়া ভীষণ জরুরি। ওপেনিংয়ে তিনি বড় রান পেলে বাকি কাজটা সহজ হয়ে যাবে নিউজিল্যান্ডের জন্যে। তাছাড়া ভারতের ডানহাতি ব্যাটারদের বিপরীতে তার বা-হাতি স্পিন বোলিং কার্যকরী হতে পারে।
কেন উইলিয়ামসন
অভিজ্ঞ দলপতি কেন উইলিয়ামসন সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ জুটির সঙ্গী ছিলেন। ব্যক্তিগত সেঞ্চুরিও তিনি তুলে নিয়েছিলেন। তাছাড়া খুব সম্ভবত এটাই হতে চলেছে তার শেষ টুর্নামেন্ট।
তিনি নিঃসন্দেহে যেকোনো মূল্যে শিরোপা জিততে চাইবেন। নিজেকে নিংড়ে দেবেন দলের জন্য। দুবাইয়ের উইকেট তার ব্যাটিংয়ের জন্য অনুকূল হলে ভারতের জন্য তা হবে ভয়ঙ্কর সংবাদ।
ড্যারিল মিচেল
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও ঠিক সেই অর্থে নিজেকে মেলে ধরতে পারেননি ড্যারিল মিচেল। কিন্তু নিউজিল্যান্ডের এই স্কোয়াডে পাওয়ার হিটার হিসেবে তিনি রয়েছেন।
ভারতীয় বোলারদের তোপের মুখে দাঁড়িয়ে পালটা জবাব দেয়ার সক্ষমতা রয়েছে মিচেলের। মারকাটারি ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি যেকোনো মুহূর্তে।
গ্লেন ফিলিপস
ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার পার্থক্য খুব সামান্যই। দুই দলই ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে দুর্দান্ত। তবে গ্লেন ফিলিপস যেন অন্য মানব। তিন ডিপার্টমেন্টেই সমানতালে পারফরম করতে পারেন এ অলরাউন্ড।
ইনিংসের শেষের দিকে ঝড়ো ইনিংস খেলার সক্ষমতা রয়েছে। বল হাতেও ইকোনমিক্যাল বোলিং করতে জানেন। আর ফিল্ডিংয়ে তিনি তো রীতিমতো বাজপাখি। গ্লেন ফিলিপসও বনে যেতে পারেন ফাইনালে নিউজিল্যান্ডের এক্স-ফ্যাক্টর।
মিচেল স্যান্টনার
কিউই স্পিন আক্রমণের ভরসা মিচেল স্যান্টনার ফাইনালের মঞ্চে কেড়ে নিতে পারেন ভারতের আনন্দ। দুবাইয়ের উইকেটে তার স্পিন হতে পারে ভারতের জন্য বিষাক্ত। উইকেট শিকারের নেশায় তাকে পেয়ে বসলে তা ভারতের জন্য হতে পারে অশনি সংকেত। তবে নিরবেও তিনি ক্ষতি করে দিতে পারেন, ভারতের রানের নদীকে ধু ধু বালুচর বানিয়ে ফেলার সক্ষমতা রয়েছে তার।

আরও পড়ুন