নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

আজীবন নিষিদ্ধ হতে চলেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

আমারদেশ২৪
রবিবার, ৯ মার্চ, ২০২৫

ছোট একটা ভুল ধ্বংস করে দিতে পারে যে কোনো মানুষের জীবন। ফুটবলারদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। কেউ কেউ ভুল থেকে শিক্ষা নেন। কেউ আবার ভুলের ফাঁদে পা বাড়ান। ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতাও তাদেরই একজন। তেমনই এক ভুলের জন্য আজীবন নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন ওয়েস্ট হ্যামের এই মিডফিল্ডার।

ফুটবলভিত্তিক ওয়েবসাইট ডেইলি মেইল প্রতিবেদন অনুযায়ী, অনৈতিক উদ্দেশ্যে বেটিং বাজারকে প্রভাবিত করতে ইচ্ছাকৃতভাবে রেফারির কাছ থেকে কার্ড পাওয়ার অভিযোগ উঠেছে প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের এই ফুটবলারের বিরুদ্ধে। আর সেই অভিযোগের তদন্ত করছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

ডেইলি মেইল প্রতিবেদন অনুসারে, পাকেতার বিপক্ষে চারটি অভিযোগ গঠন করা হয়েছে। এই অভিযোগগুলো প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামের চারটি ম্যাচের সঙ্গে সংশ্লিষ্ট। প্রথমটি ২০২২ সালের ১২ নভেম্বর লেস্টার সিটি, দ্বিতীয়টি ২০২৩ সালের ১২ মার্চ অ্যাস্টন ভিলা, তৃতীয়টি ২১ মে লিডস ইউনাইটেড ও সর্বশেষ ১২ আগস্ট বোর্নমাউথের সঙ্গে। গত বছর আগস্ট থেকেই তদন্তের অধীনে আছেন এই ফুটবলার।

ডেইলি মেইল থেকে আরও জানা যায়, ‘তিনি ইচ্ছাকৃতভাবে রেফারির কাছ থেকে কার্ড পাওয়ার চেষ্টা করেছিলেন, যেন বেটিং মার্কেটকে প্রভাবিত করা যায়। লুকাস পাকেতার এমন আচরণের উদ্দেশ্য এই ম্যাচগুলির অগ্রগতি, আচরণ বা অন্য কোনো দিক পরিবর্তন হয়, যাতে এক বা একাধিক ব্যক্তি বাজি থেকে লাভ করতে পারে।’

আরও পড়ুন