নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর ডাকাতের মরদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদকঃ

সোমবার ১০ মার্চ, ২০২৫

নিখোঁজের সাতদিন পর টেকনাফে হ্নীলা পাহাড়ের পাদদেশ থেকে  রিদুয়ান নামের এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রবিবার বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী পাহাড়ি এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলীখালী এলাকার কালা চানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, নিহত রিদুয়ান ডাকাত ও অপহরণকারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে থানায় ৯টি মামলা রয়েছে।

স্থানীয় লোকজন জানান, এক রাখাল গরু নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যাওয়ার সময় অর্ধগলিত মৃতদেহ দেখতে পায়। পরে এলাকার মানুষকে বিষয়টি জানালে লোকজন পুলিশকে খবর দেয় এবং নিহতের স্বজনরা পাহাড়ে গিয়ে মৃতদেহটি সনাক্ত করে। পরে পুলিশ এসে রিদুয়ানের মৃতদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা দাবি করেছেন, নিহত রিদুয়ান ১জন ডাকাত ও সন্ত্রাসী প্রকৃতির লোক এবং অপহরণ চক্রের সক্রিয় সদস্য।ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। নিহতও ১জন ডাকাত। তার বিরুদ্ধে অপহরণসহ টেকনাফ থানায় ৯টি মামলা রয়েছে বলে জানান ওসি।

 

আরও পড়ুন