নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

প্যারাবন কেটে চিংড়িঘের নির্মাণ, অভিযানে ২৫ একর জমি উদ্ধার।

নিজস্ব প্রতিবেদকঃ

বুধবার , ১২ মার্চ, ২০২৫

মহেশখালীর শাপলাপুরে যৌথবাহিনী ও বনবিভাগের সমন্বয়ে অভিযান চালিয়ে ২৫ একর প্যারাবনের সরকারি জমি উদ্ধার করেছে বনবিভাগ।

গতকাল মঙ্গলবার ১২ মার্চ দুপুরে উপজেলার শাপলাপুরের বারিয়াপাড়া এলাকার চরনদ্বীপ রেঞ্জের জেএমঘাট নুনিয়াচর মৌজার জমি উদ্ধারে এই অভিযান চালানো হয়।

এসময় ভূমিদস্যু চক্রের মূলহোতা আবুল বশরের নেতৃত্বল দখলকৃত প্রায় ২৫ একর সরকারি প্যারাবনের জমি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আইয়ুব আলী।

তিনি জানান, ২০/২৫ জনের একটি ভূমিদস্যু চক্র প্যারাবনের নানাপ্রজাতির গাছ কেটে বাঁধ দিয়ে চিংড়িঘের করার জন্য সরকারি জমি দখল করেছে। খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও গোরকঘাটা রেঞ্জের স্টাফদের নিয়ে এই জমি উদ্ধারের অভিযান চালানো হয়। এসময় স্কেভেটর (ভূমিখনন যন্ত্র) দিয়ে ভূমিদস্যুদের দেয়া বাঁধ কেটে দেওয়া হয়। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

জেএমঘাট বিট কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, শাপলাপুরের বারিয়াপাড়া এলাকার বশরের নেতৃত্বে আমান উল্লাহ, সালাহউদ্দিন, রফিক এদের ২০/২৫ জনের একটি ভূমিদস্যু সিন্ডিকেট প্যারাবন কেটে এই জমি দখল করেছে। তাদের নামে পূর্বেও একটি মামলা রয়েছে বলে জানান তিনি।

 

আরও পড়ুন