নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

নগরীর চান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪।

নিজস্ব প্রতিবেদক:

বুধবার , ১২ মার্চ, ২০২৫

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে সরঞ্জামসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বুধবার ভোর চারটার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল বড়ুয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন – মোঃ আবু বক্কর ছিদ্দিক (২৬), স্বপন মারমা (৩৫), লিখন চাকমা (৩৪) এবং মোঃ কামরুল হাসান (২৬)। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আফতাব উদ্দিন বলেন, জুয়ার আসর থেকে ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আরও পড়ুন