নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চট্রগ্রাম রেডিসনে গ্র্যান্ড ঈদ এক্সিবিশনের বর্ণাঢ্য উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫

তিন দিনব্যাপী গ্র্যান্ড ঈদ এক্সিবিশন গতকাল  এর এর আগে বৃহস্পতিবার নগরীর ৫ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে শুরু হয়েছে। নিত্যনতুন ফ্যাশনকে রাঙিয়ে দিতে এবং আধুনিক লাইফস্টাইল সর্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিতে এ আয়োজন। এই এক্সিবিশনে অংশ নিয়েছে ঢাকা, চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য ৮০ জন উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, স্বনামধন্য ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট।

প্রধান অতিথি হিসেবে এক্সিবিশন উদ্বোধন করবেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ বাংলাদেশের চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুম। এক্সিবিশনের আয়োজক এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশন। এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মোর্শেদ বলেন, ঈদ কেবল এখন শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এখন আমাদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক উদযাপনের গুরুত্বপূর্ণ উপাদান। আর ঈদ আনন্দের এক বড় অনুষঙ্গ নতুন পোশাক। এই উৎসবের মধ্য দিয়ে চট্টগ্রামবাসী দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সেরা সব ঈদ পোশাক ও সামগ্রী দেখার সুযোগ পাচ্ছেন। সকাল ১১টা থেকে রাত ১২টা আগামীকাল শনিবার পর্যন্ত সবার জন্য এক্সিবিশন উন্মুক্ত থাকবে।

 

 

আরও পড়ুন