নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

কক্সবাজারে নির্মাণাধীন বিমানবন্দর পরিদর্শনে প্রধান উপদেষ্টা।

নিউজ ডেস্কঃ
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস,ঢাকায় বৈঠক শেষে কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আজ শুক্রবার। দুপুরে পৌঁছে সেখানে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেন ড. ইউনূস। সেখানকার কাজের অগ্রগতি ও সবশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করা হয়। এ সম্পর্কিত একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন বেসামরিক বিমমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
কর্তৃপক্ষ জানান, আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০-৫০টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠানামা করবে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।এছাড়া কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক‍্যাম্পে পৌঁছেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

আরও পড়ুন