নিউজ ডেস্কঃ
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস,ঢাকায় বৈঠক শেষে কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
আজ শুক্রবার। দুপুরে পৌঁছে সেখানে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেন ড. ইউনূস। সেখানকার কাজের অগ্রগতি ও সবশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করা হয়। এ সম্পর্কিত একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন বেসামরিক বিমমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
কর্তৃপক্ষ জানান, আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০-৫০টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠানামা করবে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।এছাড়া কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।