নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

পুতিন যুদ্ধবিরতি নিয়ে ‘ছলনা’ করছেন: জেলেনস্কি।

আমারদেশ২৪ ডেস্কঃ
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীতযুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এবং ইউক্রেনের মেনে নেয়া যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়াকে ‘ছলনা’ বলে মন্তব্য করেছেন কিয়েভ প্রধান ভলোদিমির জেলেনস্কি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে রাজি হলেও শর্ত জুড়ে বলেছেন, যুদ্ধের অবসান তিনি চান কিন্তু একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে এই সংকটের মূল কারণগুলোর অবসান ঘটিয়ে ‘স্থায়ী শান্তি’নিশ্চিতের ওপর জোর দিতে হবে।
শুক্রবার (১৪ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পুতিনের এই মন্তব্যের জবাবে জেলেনস্কি বলেছেন- ‘রাশিয়ার প্রেসিডেন্ট প্রায়ই এমনটা করেন। তিনি সরাসরি না বলেন না। বরং এমন কিছু করেন, যা কেবল বিষয়গুলোকে বিলম্বিত করে বা সিদ্ধান্ত নেওয়াকে অসম্ভব করে তোলে।’
বিবিসি মনিটরিংয়ের রাশিয়া-বিষয়ক সম্পাদক বলেছেন, এই ‘হ্যাঁ’–এর ভেতরে ‘না’ লুকিয়ে আছে।এদিকে ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে দেখা করতে মস্কোয় রয়েছেন।অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টের বক্তব্যকে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু ‘অসম্পূর্ণ’ বলে বর্ণনা করেছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা শুরু করে রাশিয়া।  ইতোমধ্যে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধ চান তিনি।

আরও পড়ুন