নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সাকিব আল হাসান কি আদৌ আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন।

নিউজ ডেস্কঃ
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বাঁ থেকে সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্ত্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল।

আন্তর্জাতিক ক্রিকেট এবং দেশের ক্রিকেট থেকে একরকম নির্বাসিত থাকা সাকিব আল হাসান কি আদৌ আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবে? নাকি তিনিও বেছে নেবেন নীরব প্রস্থান? আন্তর্জাতিক ক্রিকেট থেকে কার্যত দূরে থাকা সাকিবকে লাল-সবুজের জার্সিতে আর দেখা যাবে না বললেই চলে। তাই আনুষ্ঠানিক ঘোষণা আসুক বা না আসুক, মাহমুদউল্লাহ রিয়াদের অবসর ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত হলো।

বাংলাদেশের ক্রিকেট যিনি বদলে দিয়েছিলেন সেই মাশরাফি বিন মোর্ত্তজা অনেক আগেই বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। যদিও সেটি অলিখিত। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন এ বছরের জানুয়ারিতে। মুশফিকুর রহিম সাদা বলের ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদ তো আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিয়েছেন।

২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর, টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জোহান্সবার্গের ম্যাচে প্রথমবারের মতো একসঙ্গে মাঠে নামেন মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম ও মাহমুদউল্লাহ। সেদিন ম্যাচ হারলেও বাংলাদেশ ক্রিকেট পেয়েছিল পাঁচজন কিংবদন্তিকে, যারা পরবর্তী দেড় দশক ধরে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়েছেন।

সময়ের স্রোতে তাদের হাত ধরে অনেকখানি পথ এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট। সাফল্য যেমন এসেছে, তেমনি ব্যর্থতার হতাশাও সঙ্গী হয়েছে এই পঞ্চপাণ্ডবের। তবে তাদের হাত ধরেই দেশের ক্রিকেট পেয়েছে নতুন উচ্চতা।

সাকিব আল হাসান লম্বা সময় ধরে শাসন করেছেন ক্রিকেটকে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তো বটেই, ক্রিকেট ইতিহাসেও সবচেয়ে বড় তারকাদের একজন তিনি। তামিম ইকবাল দেশের ব্যাটিং ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটসম্যান, তিন ফরম্যাট মিলিয়ে ১৫ হাজারের বেশি রান সংগ্রহ করেছেন। মুশফিকুর রহিম দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার, দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছেন।

আরও পড়ুন