নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বোয়ালখালী গোমদন্ডী রেললাইনে দুপাশে ঝুঁকিপূর্ণ কাঁচাবাজার।

আমারদেশ২৪ প্রতিবেদক:

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

চট্রগ্রামের বোয়ালখালী উপজেলার প্রাণকেন্দ্র গোমদন্ডী সিও অফিস নামে পরিচিত থানা রোডের সাথে রেল লাইন  মাঝখান দিয়ে চলাচল করছেন কক্সবাজার যাএীবাহী ট্রেন’পাশে বসেছে কাঁচা বাজার। ক্রেতা-বিক্রেতারা ঝুঁকিপূর্ণভাবে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্র বেচাকেনায় ব্যস্ত দোকানিরা। কক্সবাজারগামী আন্ত:নগর ট্রেন চলাচলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। একটি স্থায়ী কাঁচা বাজার অতিব জরুরী বলে মনে করেন স্থানীয় জনসাধারণ। গতকাল মোর্শেদ নামে এক ক্রেতা বলেন আমরা নিয়মিত কাঁচাবাজার করছি কি করবো আমাদের তো কিছু করার নাই গতকাল বৃহস্পতিবার(১৩ মার্চ) রাতে  বোয়ালখালী পৌরসভার গোমদন্ডী থানা রোড রেলবিটের পাশ্বে ভাসমান কাঁচা তরিতরকারি দোকান সাজিয়ে বসেছেন দোকানগুলো নেই কোন তদারিকি চলছে যে যার মত।

 

 

আরও পড়ুন