আমারদেশ২৪
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
দরজায় কড়া নাড়ছে ঈদ। রমজানের শুরু থেকেই দেশীয় ওয়েস্টার্ন ফিউশন ঘরানার ব্র্যান্ডগুলো তাদের ঈদ আয়োজন সম্পন্ন করেছে। আমাদের দেশে উৎসবে-ফ্যাশন ট্রেন্ড নিয়ে মনোযোগ বাড়ে প্রতি বছরই। জীবন যেখানে যেমন এর ঈদ আয়োজনে আজ রইল বেশ কয়েকটি ক্রেতাপ্রিয় ফ্যাশন হাউসের ঈদ আয়োজনের খোঁজখবর। লিখেছেন মইনুল হক রোজ।
সেইলর
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এথনিক সেরিন, ফেস্টিভ স্পটলাইট ও স্মার্টওয়ার কালেকশন নিয়ে এসেছে সেইলর। ঈদের এথনিক সেরিন কালেকশনে এসেছে পুরুষের পাঞ্জাবি, কাবলি, পাঞ্জাবি স্যুট। নারীদের জন্য এসেছে সালোয়ার স্যুট, টু পিস ও কুর্তি কালেকশন। নারীদের পোশাকেও ব্লেন্ডেড গ্লো, শিফন, লাক্সারিয়াস কটনসহ সবচেয়ে আরামদায়ক ফেব্রিকের প্রাধান্য দিয়েছে সেইলর। বৈচিত্র্যময় রং নির্বাচন করার পাশাপাশি হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট মিডিয়া ইত্যাদির মাধ্যমে ট্রেন্ডি সব মোটিফে ঈদের কালেকশন সাজিয়েছে তারা।
পার্টি ও আড্ডায় ইউনিক উপস্থিতির জন্য উপযোগী পোশাকের সমারোহ আছে সেইলর ঈদ ফেস্টিভ স্পটলাইট কালেকশনে। এর মধ্যে পুরুষদের পাঞ্জাবি স্যুট, প্যাটার্ন ভেরিয়েশনের কুর্তা, প্রিমিয়াম কুর্তা স্যুট, নারীদের জন্য গাউন, কুর্তি স্যুট, সালোয়ার স্যুটসহ বিভিন্ন প্যাটার্নের লাক্সারিয়াস পার্টিওয়্যার উল্লেখযোগ্য।
পরিবারের সব সদস্যের জন্য সেইলরে প্রতিবারের মতো থাকছে ফ্যামিলি কালেকশন, কাপল কালেকশন, বাবা-ছেলে কালেকশন এবং মা-মেয়ে কালেকশন। সেইলর ঈদ স্মার্ট ওয়্যারে ছেলেদের স্লিম/লুস ফিট ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, ডেনিমসহ নানা রকমের প্যান্ট এবং মেয়েদের টপস, কুর্তি, কাফতান ইত্যাদি পাওয়া যাবে।