নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ইসলামে বছরের শ্রেষ্ঠতম বরকতময় রাত শবে কদর।

নিউজ ডেস্ক:
শনিবার, ২২ মার্চ, ২০২৫
ইসলামে বছরের শ্রেষ্ঠতম বরকতময় রাত শবে কদর পবিত্র কুরআন এই রাতেই প্রথম অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলেন, ‘নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি মহিমাপূর্ণ রাতে। আপনি কি জানেন মহিমাপূর্ণ রাত কী? মহিমান্বিত রাত সহস্র মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতারা ও রুহুল কুদুস অবতরণ করেন; তাদের প্রভুর নির্দেশ ও অনুমতিক্রমে, সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে। এই শান্তির ধারা চলতে থাকে উষা উদয় পর্যন্ত।’ (সুরা কদর : ১-৫)
আরবিতে ‘লাইলাতুল কদর’ বা কদরের রাত, এর ফারসি হলো-শবে কদর। অর্থ সম্মানিত মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত, সম্ভাবনাময়, ভাগ্যনির্ধারণী রাত। পবিত্র রমজানের শেষ দশকে এ রাতের সম্ভাবনা সর্বাধিক বেশি। অসংখ্য হাদিসে এ ব্যাপারে সুসংবাদ দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবে কদর সন্ধান করো’ (মুসলিম)। এ রাতগুলো হলো-২১, ২৩, ২৫, ২৭ ও ২৯। আরবিতে দিনের আগে রাত গণনা করা হয়। অর্থাৎ ২০, ২২, ২৪, ২৬ ও ২৮ রমজান দিবাগত রাত। সে হিসেবে সামনে চারটি রাত রয়েছে শবে কদর হওয়ার সম্ভাব্য রাত।

আরও পড়ুন