নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

শেখ হাসিনা কখনো জনগণের ভোটে নির্বাচিত হয়নি : জিলানী।

আমারদেশ২৪ ডেস্কঃ
রবিবার, ২৩ মার্চ, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন, পলাতক স্বৈরাচারী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনে কখনো হালাল ভোটে এমপি জয়ী হতে পারে নাই। আপনারা (জনগণ) জেলা নির্বাচন অফিসের ব্যালট পেপারের মুড়ি বই দেখলে সেটা বুঝতে পারবেন।
গতকাল শনিবার বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসএম জিলানী বলেন, গত প্রায় দেড় যুগ দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। আর আমরা বিএনপি দীর্ঘ ১৭ বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রাম করছি। সামনে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারবেন।
তিনি এ সময় আরও বলেন, কোটালিপাড়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের নমিনেশন দেওয়া হতো। কিন্তু এ এলাকা আওয়ামী লীগ অধ্যুষিত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন করতে দেওয়া হয় নাই। কারণ আওয়ামী লীগ কোটালিপাড়া মানুষকে বিশ্বাস করেন নাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আবুল খায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটালিপাড়া উপজেলার বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন।

আরও পড়ুন