বুধবার, ২ ৬ মার্চ, ২০২৫
শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে নিজ এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের ‘শোডাউন’ নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। সোমবার (২৪ মার্চ) শতাধিক গাড়ি বহর নিয়ে সৈয়দপুর থেকে সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান তিনি। পরে দেবীগঞ্জ থেকে নিজ জেলার বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন।
বাড়ি ফেরার পথে সারজিসের এই ‘শোডাউন’ নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকেই তার গাড়িবহর ও শোডাউন আয়োজনে অর্থের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার এ বিষয়ে ফেসবুকে সারজিসের উদ্দেশে এক খোলাচিঠি লেখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এত বড় আয়োজনের ব্যাখ্যাও চান তিনি।
গতকাল মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তাসনিম জারার খোলা চিঠির জবাব দেন সারজিস।ওই পোস্টে তিনি লেখেন, প্রিয় তাসনিম জারা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার খোলা চিঠির উত্তরের পূর্বে দুটি বিষয় বলতে চাই।
প্রথমত, আমাদের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা থেকে সবার আগে যে বিষয়টি বাদ দিতে হবে সেটি হচ্ছে- একজন নতুন করে জাতীয় রাজনীতিতে এসেছে মানেই তার পরিবার সহায়-সম্বলহীন, অসহায়, নিঃস্ব না। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজি, লুটপাট করে এসব কাজ করেছে বলে, একই কাজ করে অন্যরাও সেটা করবে বিষয়টি তেমনও নয়। আমার এই মুহূর্তে কয়েক লক্ষ টাকা খরচ করার সামর্থ্য নেই মানে এই নয় যে আমার পরিবার, আত্মীয়-স্বজনের সেই সামর্থ্য নেই।