নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

মীরসরাইয়ে বিএনপির আধিপত্য নিয়ে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি।

নিউজ ডেস্কঃ

বুধবার , ২৬ মার্চ, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নবগঠিত কমিটি এবং পদবঞ্চিত ক্ষুব্ধ কর্মীগণের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের আশঙ্কায় মীরসরাই উপজেলার ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আজ বুধবার  (২৬ মার্চ)  সকাল ৮ টা থেকে ২৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টট মাহফুজা জেরিন।

জানা গেছে, বুধবার সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও তার নেতাকর্মীরা। অপরদিকে সকাল ১১ টায় সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে আরেকটি গ্রুপ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা।

উভয় পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসনের এমন সিদ্ধান্ত।

মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টট মাহফুজা জেরিন বলেন, জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা পরিষদের ৫০০ গজের মধ্যে আজ সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা অব্যাহত থাকবে।

উক্ত সময়ে সকল প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণ জমায়েত ও ৫ অধিক চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা আয়োজনসহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

 

 

আরও পড়ুন