নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

প্রায় দশবছর পর জয় পেল বেঙ্গালুরু।

আমারদেশ২৪ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়াম। যেখানে গত ১০ বছর ধরেই অজেয় ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সবশেষ তারা এই মাঠে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল ২০১৫ সালে। এরপর আর জয়ের দেখা মেলেনি কোহলিদের।

অবশেষে প্রায় ১০ বছর পর জয় পেল দলটি। টস জিতে আগে বল করার সিদ্ধান্তটা এদিন একেবারেই কাজে লাগেনি মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। ২০ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সংগ্রহ ছিল ২২১ রান। কোহলির উইলো থেকে এসেছে ৬৭ রান। রজত পতিদার করেছেন ৩২ বলে ৬৪ রান।

বিপরীতে মুম্বাই থেমেছে ২০৯ রানে। হার এসেছে ১২ রানে। খরুচে স্পেল করলেও ভুবনেশ্বর শেষে এসে পেয়েছেন ২৯ বলে ৫৬ রান করা তিলক ভার্মার উইকেট। যদিও কাজের কাজ করেছেন ক্রুনাল পান্ডিয়া। ৪৫ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। আর তাতেই ৩ হাজার ৬১৯ দিন পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ক্যালেন্ডারের হিসেবে সেটা ৯ বছর ১০ মাস ২৭ দিন!

এর আগে চলতি আসরে আরও একটা বৃত্ত ভেঙেছিল বেঙ্গালুরু। সেটা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। এম চিদাম্বারামে তারা চেন্নাইকে হারিয়েছিল ৬ হাজার ১৫৪ দিন পর। ২০০৮ সালের প্রথম আসরেই বেঙ্গালুরু জয় পেয়েছিল চেন্নাইয়ের মাঠে। এরপর ১৮ বছর পর জয় এসেছে এবারের আসরে।
 

আরও পড়ুন