নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

এক্সপেরিমেন্টাল কাজই বেশি পছন্দ।

আমারদেশ২৪ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
অভিনেতা আবদুন নূর সজল। ছোটপর্দা দিয়ে অভিনয় শুরু হলেও এখন বড়পর্দার আলোচিত তারকা। ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘জ্বীন-’। সিনেমা ও অন্যান্য বিষয় নিয়ে কথা হয় তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মাসুদুর রহমান
কেমন উপভোগ্য ছিল এবারের ঈদ আনন্দ?
এবার ঈদের আনন্দের সঙ্গে যুক্ত ছিল নিজের সিনেমা মুক্তি। ঈদে আমার অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’ মুক্তি পেয়েছে। এ জন্য স্বাভাবিকভাবেই বাড়তি আনন্দ উপভোগ্য ছিল। ঈদের সারা দিন হলে হলে ঘুরেছি। দর্শকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছি।

প্রেক্ষাগৃহে কেমন চলছে সিনেমাটি?
অনেক ভালো চলছে। ছবিটি হাউসফুল যাচ্ছে। ‘জ্বীন-৩’ নিয়ে দর্শকদের আগ্রহ প্রশংসনীয়। ঈদের আনন্দে একটি প্রপার সিনেমা উপভোগ করছেন সবাই। এর গল্প, নির্মাণ, অভিনয়, গান সবকিছুই দর্শকদের মন ভরিয়েছে। দর্শকদের প্রতিক্রিয়া অনেক ভালো। মুক্তির পর থেকে এ পর্যন্ত ছবির ফলাফল সন্তোষজনক।

সিনেমার গানগুলো কতটা মুগ্ধতা ছড়িয়েছে?
সিনেমার গানগুলো দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার আগে ‘কন্যা’ শিরোনামের গানটি ব্যাপক সাড়া ফেলে। এটি এমন একটি গান, যা বাঙালির যেকোনো উৎসব অনুষ্ঠানে বাজাতে পারবেন। রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। ইতিমধ্যে গানটি কোটি ভিউ স্পর্শ করেছে।

সিনেমার জার্নিটা কেমন ছিল?
পর্যাপ্ত সময় নিয়ে আমরা সিনেমার কাজটি করতে পারিনি। তারপরও সবাই মিলে শতভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করেছি। অনেক কঠিন কঠিন দৃশ্য ছিল। ‘জ্বীন’ থেকে ‘জ্বীন-৩’ এর গল্প একটু আলাদা থাকায় পরিশ্রমের মাত্রাও ছিল অতিরিক্ত। মাঝখানে টানা বেশ কয়েক দিন ১০৩ থেকে ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে শুটিং করেছি। ডাক্তার একদম কথা বলতে নিষেধ করেছিলেন, এক সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছিলেন। তবু থেমে থাকিনি। কারণ মাথায় একটাই চিন্তা ছিল, কাজটি সুন্দরভাবে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। এ সময় পুরো টিম আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। সিনেমাটি মুক্তির পর দর্শকদের ভালোবাসায় মনে হচ্ছে পরিশ্রম তখন সার্থক হয়েছে।

ভৌতিক গল্পের এই সিনেমায় কোন বিষয়টি আপনাকে বেশি আকৃষ্ট করেছে,এক ছেলেকে নিয়ে সিনেমার গল্প। পুরোপুরি বাস্তব গল্প নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। এই সিনেমায় শুধু ভৌতিক বিষয় নয়, পাশাপাশি পারিবারিক বন্ধন, রোমাঞ্চ ও হাস্যরসও রয়েছে। সিনেমার গল্পে মা তার সন্তানের জন্য নিজেকে কতটা বিসর্জন দিতে পারে সেই বিষয়টি আমাকে বেশি মুগ্ধ করেছে।

নুসরাত ফারিয়ার সঙ্গে বোঝাপড়াটা কেমন ছিল?
ফারিয়া অনেক ভালো একজন অভিনেত্রী, মেধাবী ও পরিশ্রমী। অভিনয়ের ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক। কাজের সুবাদে আমাদের মধ্যে বোঝাপড়াটা অনেক ভালো ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত দুজনের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত ছিল।

ঈদের অন্য ছবিগুলো নিয়ে আপনার মন্তব্য কী?
এবারের ঈদে ব্যাপক সাড়া ফেলেছে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো। চলচ্চিত্রের একটা জোয়ার এনে দিয়েছে এবারের ঈদের ছবি। দেশের প্রেক্ষাগৃহ প্রাণচাঞ্চল্য হয়ে উঠেছে। প্রতিটি ছবিই দর্শক টানছে। দর্শক পরিতৃপ্ত হয়ে হল থেকে বের হচ্ছেন।

ঈদের নাটকেও আপনাকে দেখা গেছে…
আমার অভিনীত বার্তাপ্রধান গল্পনির্ভর কয়েকটি নাটক এবারের ঈদে প্রচার হয়েছে। ভালো সাড়াও পাচ্ছে। তবে এসব নাটকের কাজগুলো আমার আগে করা। ঈদের সময়টাতে আমি কোনো নাটকে অভিনয় করিনি। সিনেমার কাজেই ব্যস্তি ছিলাম।

কাজের ক্ষেত্রে কোন বিষয়টিকে বেশি প্রাধান্য দেন?
আমার কাছে প্রথমেই প্রাধান্য পায় গল্প। তবে আমি বার্তাপ্রধান গল্পকে সবসময় প্রাধান্য দিই। আমাদের যে সিনেমা বা ওয়েব কনটেন্ট হচ্ছে, এখন সবই এক্সপেরিমেন্টাল কাজ। এক্সপেরিমেন্টাল কাজই আমার বেশি পছন্দ। তারপর চরিত্র, নির্মাণ ও নির্মাতা এ জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া হয়।ভালো অভিনেতার পাশাপাশি ভালোবাসার ব্যক্তি হিসেবে আপনার সুনাম রয়েছে। এর রহস্য কী?

আমি আসলে মেধাবী নই, তবে যথেষ্ট পরিশ্রমী। অভিনয়ের জন্য চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। সৎ ও নিষ্ঠার সঙ্গে সবসময় কাজ করি। এ জন্যই হয়তো আমার অভিনয় দর্শকদের ভালো লাগে। তারা ভালোবাসেন। সহকর্মীরা কাছে ডাকেন, আপন মনে করেন। বলা হয়, সৃষ্টিকর্তা যাকে ভালোবাসেন তাকে সবাই ভালোবাসেন। দর্শক থেকে শুরু করে শোবিজ অঙ্গনের সবার ভালোবাসা আমার বড় প্রাপ্তি। এসব আল্লাহ তায়ালার অশেষ কৃপা। আলহামদুলিল্লাহ! এ জন্য আমি সবসময় আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করি। তার দয়া ছাড়া এসব সম্ভব নয়।

এখন ব্যস্ততা কী নিয়ে?
সিনেমা মুক্তির পর থেকে প্রমোশনের কাজে প্রতিদিন হলে হলে যেতে হচ্ছে। এ ছাড়া ম্যাকগাইভারের বাংলা ডাবিংয়ে কণ্ঠ দিচ্ছি। নব্বই দশকের এই সিরিজটি নতুনভাবে আবার আসছে দর্শকদের জন্য। খুব ভালো একটি কাজ হচ্ছে। এতে আবুল হায়াত, জয়া আহসান, জাকিয়া বারী মমসহ অনেকেই আছেন। কাজটি করছে এসআরকে স্টুডিও। এর আগে কোরিয়ান সিরিজ ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’-তে কণ্ঠ দিয়েছিলাম। ম্যাকগাইভারের পর একটি তুর্কি সিরিজে কণ্ঠ দেব।সামনে নতুন কোন সিনেমায় কাজ করবেন?দুটি সিনেমায় চুক্তি হয়ে আছি। শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা। এর বেশি কিছু এখন বলা যাবে না।

আরও পড়ুন