নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ

সিনেমা পরিবেশনায় শাকিবের এসকে ফিল্মস।

আমারদেশ২৪ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
আন্তর্জাতিক পরিসরে সিনেমা পরিবেশনা শুরু করতে যাচ্ছে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস)। এই  প্রযোজনা প্রতিষ্ঠানটি সিনেমা নির্মাণের পাশাপাশি এখন থেকে নিয়মিত নর্থ আমেরিকা (এসকে ফিল্মস ইউএসএ) এবং গলফে (এসকে ফিল্মস ইউএই) নিয়মিত সিনেমা পরিবেশনা করবে।

সম্প্রতি নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মস ইউএসএর আন্তর্জাতিক যাত্রা শুরুর বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। যেখানে উপস্থিত ছিলেন এসকে ফিল্মস ইউএসএর সার্বিক তত্ত্বাবধানে থাকা বদরুদ্দোজা সাগর, ফারজানা আক্তারসহ অনেকে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসকে ফিল্মস ইউএসএ জানায়, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় ‘বরবাদ’ মুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিকভাবে ফিল্ম ডিসট্রিবিউশন শুরু করছে। পরবর্তীতে ‘হিরো দ্য সুপারস্টার’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’ সিনেমাগুলো মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়ায় সিনেমা ডিসট্রিবিউশন শুরু করবে। ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

বিবৃতি শাকিব খান জানান, বড় পরিসরে আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমাকে বিশ্বের কাছে পৌঁছে দিতে এসকে ফিল্মস ইন্টারন্যাশনাল। সেই ধারাবাহিকতায় সিনেমা ডিসট্রিবিউশনের উদ্যোগ নিয়েছেন তিনি। এই উদ্যোগ বাংলা সিনেমার জন্য সুফল বয়ে আনবে এবং বিশ্বময় বাংলা সিনেমার জয়যাত্রা অব্যাহত রাখবে বলে আশা করছেন তিনি।

এসকে ফিল্মস ইউএসএর পক্ষেক্ষ বদরুদ্দোজা সাগর বলেন, ‘যুক্তরাষ্ট্র, কানাডার প্রবাসীরা ‘বরবাদ’ দেখার জন্য অনেক আগ্রহী। এসকে ফিল্মস ইউএসএ এসব দর্শকদের আগ্রহকে সম্মান জানিয়ে ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় ইন্টারন্যাশনালি রিলিজ করছে।’

রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ। এ ছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।

আরও পড়ুন