নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ

অপূর্বের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ। 

বিনোদন দেশ২৪ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

ঈদে টিভি চ্যানেল ও সিনেপর্দার মতো উৎসবমুখর ছিল ওটিটি প্ল্যাটফর্ম। এই মাধ্যমের কনটেন্টগুলোও সাড়া ফেলেছে দর্শক মহলে। বিশেষ করে তাসনিয়া ফারিণ অভিনীত ‘হাউ সুইট’ ওয়েবফিল্মটি আলোচনায় জায়গা করে নিয়েছে। এতে অভিনয় জগতের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ।

ছাড়া ঈদের একাধিক নাটকেও দেখা গেছে তাকে। তবে ঈদের আগেই কাজের ছুটি মেলে তার। অভিনয় নিয়ে ব্যস্ততা থাকলেও ব্যক্তিগত জীবন উপভোগ করতে দেশের বাইরে পাড়ি জমান ফারিণ।

এবার ঈদের আগে ছুটি পেয়েই ছুটে যান যুক্তরাজ্যে। সেখানে নিজের মতো করে সময় কাটছে তার। যুক্তরাজ্যে ঈদ কাটাতে যাওয়ার বিশেষ কারণও আছে অভিনেত্রীর। সেখানকার বার্মিংহাম শহরে বাস করেন তার স্বামী শেখ রেজওয়ান। এ ছাড়া ফারিণের মামা-মামিও থাকেন সেখানে। তাই তো তার সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাজ্যে ঘোরাঘুরির বেশ কিছু মুহূর্তও ভেসে বেড়াচ্ছে

বিগত দিনগুলোতে যুক্তরাজ্য থেকে একের পর এক নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ফারিণ। তাতে বোঝা যায়, অভিনেত্রীর মন মজেছে বিলেতি পাহাড়ে। শুধু তাই নয়, একটি লেকের ধার থেকেও নিজেকে ধরা দেন ফারিণ।

আরও পড়ুন