নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ

নগরে পুলিশ ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক:

সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫

বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে নগর পুলিশ ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে আইন–শৃঙ্খলা রক্ষাকারী অন্য ইউনিটগুলোও। পুলিশ জানিয়েছে, বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। নগরীর সবকটি স্পটে যাতে নির্ঝঞ্ঝাটে অনুষ্ঠান সম্পন্ন করা যায় সেজন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চার স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যেই হবে বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান।

বর্ষবরণকে ঘিরে অনুষ্ঠানস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। নিরাপত্তা নিশ্চিত করতে নগর পুলিশের উদ্যোগে গত বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ কমিশনার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে নগরীর অনুষ্ঠানস্থলগুলোর আয়োজকদের সঙ্গে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা বিষয়ে আলোচনা করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম বলেন, আমরা নববর্ষের সকল অনুষ্ঠানকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। যেসব মূল পয়েন্ট রয়েছে সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে বেশ কিছু রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, সিআরবিতে একটি কন্ট্রোল রুম থাকবে। সেখানে যেকোনো ধরনের সমস্যা আগত দর্শনার্থীরা জানাতে পারবে। সেখান থেকেই দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ করা হবে।

নিরাপত্তা ব্যবস্থার বর্ণনা দিয়ে তিনি বলেন, সব স্পটে আমাদের কে–নাইন ডগ স্কোয়াডের টহল থাকবে। এছাড়া সাদা ও পোশাকধারী পুলিশ এবং র‌্যাবও নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবে। শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার চারুকলায় শেষ হবে। সার্বক্ষণিক ওই শোভাযাত্রায় বিশেষ অস্ত্র ও কৌশল (সোয়াট) ইউনিটের সদস্যরা এবং সাদা পোশাকে পুলিশ থাকবে।

তিনি বলেন, অনুষ্ঠানকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো হুমকি নেই। আমরা পুরো অনুষ্ঠানকে সার্বক্ষণিক নিরাপত্তা বলয়ের মধ্যে রাখব। আশা করছি একটি সুন্দর নববর্ষের অনুষ্ঠান উপহার দিতে পারব। গোয়েন্দা রিপোর্ট থেকে শুরু করে মোট ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় যেসব ছোট–বড় আয়োজন হবে, সেখানকার লোকাল পুলিশ ওইসব জায়গায় নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে নিয়োজিত থাকবে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রাসেল বলেন, বাংলা নববর্ষের অনুষ্ঠানমালা নিয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন