নিজস্ব প্রতিবেদক:
সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুস সাত্তার। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো, হাসান আলী চৌধুরী। এ দুজনসহ বিএনপি–জামায়াতের ২১ জন প্রার্থীকে গতকাল নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সিনিয়র সহসভাপতি পদে কাজী মো. সিরাজ, সহসভাপতি পদে আলমগীর মো, ইউনূছ, সহসাধারণ সম্পাদক পদে মো. ফজলুল বারী, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আনোয়ার হোসেন, লাইব্রেরি সম্পাদক পদে মো. তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে আশরাফী বিনতে মোতালেব, ক্রীড়া সম্পাদক পদে মো. মঞ্জুর হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. আব্দুল জব্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। আর সদস্য পদে আহসান উল্লাহ মানিক, আসমা খানম, বিবি ফাতেমা, হেলাল উদ্দিন, মেজবাহ উল আলম এমিন, মো. রায়হানুল ওয়াজে চৌধুরী, মো. রোবায়েতুল করিম, মো. সাহেদ হোসাইন, মো. মোরশেদ, রাহিলা গুলশান ও মো. সাজ্জাদ কামরচল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। মুখ্য নির্বাচনী কর্মকর্তা তারিক আহমদ গণমাধ্যমকে বলেন, ২১ টি পদের প্রতিটির বিপরীতে একজন করে মনোনয়নপত্র নিয়ে দাখিল করেছিলেন। যাছাই শেষে আমরা এ ২১ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করি। পরে কোন আপত্তি না থাকায় আমরা তাদেরকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করি। এরই ধারাবাহিকতায় এবং প্রতিদ্বন্দ্বী আর কোনো প্রার্থী না থাকায় চূড়ান্ত ২১ জন প্রার্থীকে আমরা আজকে (গতকাল) নির্বাচিত ঘোষণা করেছি।
আদালতসূত্র জানায়, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৫ সালের নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১০ এপ্রিল মনোনয়ন ফরম সংগ্রহের দিন ধার্য ছিল। ওই দিন বিএনপি–জামায়াতপন্থী আইনজীবী ঐক্য পরিষদের ২১ জন তথা পূর্ণ প্যানেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
অন্যদিকে আওয়ামীপন্থী সমন্বয় পরিষদের প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে তা পারেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা মনোনয়ন ফরম সংগ্রহের চেষ্টা করেছিলেন। কিন্তু একটি পক্ষের বাধার সম্মুখীন হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেননি বলে আওয়ামী পন্থীদের অভিযোগ। উল্লেখ্য, আগামী ১৬ এপ্রিল ভোট গ্রহণের দিন রেখে গত ৮ এপ্রিল তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।