নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ক্রেডিট নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না: মির্জা আব্বাস। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন: ফখরুল। সরকারের একটা অংশ সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করাতে চায়। শ্রমিকের উন্নয়ন ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়: ড, ইউনুস। আলোচিত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনাদেশ স্থগিত। ইনিংস ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশের সিরিজ ভাগাভাগি। নাফ নদী থেকে ফের চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। নগরীর কোতোয়ালীতে ১৪ টি স্বর্ণসহ ১জন গ্রেপ্তার। নীতিনির্ধারকরা মালিক হওয়ায় শ্রমিকরা অধিকার বঞ্চিত: শ্রম উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আলোচনা দ্রুত নিষ্পত্তির নির্দেশ: প্রধান উপদেষ্টা।

চট্রগ্রাম সাতকানিয়ায় র্শটগানের তিন রাউন্ড গুলিসহ, গ্রেপ্তার ১।

নিজস্ব প্রতিবেদক:

বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫

চট্রগ্রাম সাতকানিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩ রাউন্ড র্শটগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।এর আগে ২৯ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ৪নং কাঞ্চনা ইউপির ১নং ওয়ার্ডের জাফর চৌধুরী পাড়ার একটি টিনশেড বসতঘরের ভিতর হতে উক্ত কার্তুজগুলো উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ২ টার সময় উপজেলার ৪নং কাঞ্চনা ইউপির ১নং ওয়ার্ডের জাফর চৌধুরী পাড়ার বাসিন্দা ও থানার পলাতক আসামি মিনহাজের বাড়িতে থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে টিনশেড বসতঘরের ভিতর হতে ৩ রাউন্ড র্শটগানের তাজা কার্তুজ উদ্ধার করে।

তাছাড়া থানা পুলিশের এসআই মোঃ বেলাল হোসেন, সঙ্গীয় ফোর্সসহ সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিশ্বহাট বাজারের উত্তর পার্শ্বে ইশ্বরের টেক নামক স্থানে রাস্তার উপর অভিযান চালিয়ে ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও একটি সিএনজিসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম আবদুর রহামন (৫৫)। সে উপজেলার ছদাহা ইউনিয়নের সাতঘড়িয়া পাড়ার তাজুর বাপের বাড়ীর মৃত আবদুর রশিদের ছেলে

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল ইসলাম পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে র্শটগানের তাজা কার্তুজ ও ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও একটি সিএনজিসহ এক মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামি মিনহাজের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে ও গ্রেফতারকৃর মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দায়ের করা হয়েছে।

 

 

আরও পড়ুন