নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্টগ্রাম নগরীরতে নানা আয়োজনে পালিত হচ্ছে মে দিবস। ক্রেডিট নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না: মির্জা আব্বাস। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন: ফখরুল। সরকারের একটা অংশ সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করাতে চায়। শ্রমিকের উন্নয়ন ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়: ড, ইউনুস। আলোচিত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনাদেশ স্থগিত। ইনিংস ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশের সিরিজ ভাগাভাগি। নাফ নদী থেকে ফের চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। নগরীর কোতোয়ালীতে ১৪ টি স্বর্ণসহ ১জন গ্রেপ্তার। নীতিনির্ধারকরা মালিক হওয়ায় শ্রমিকরা অধিকার বঞ্চিত: শ্রম উপদেষ্টা।

নাফ নদী থেকে ফের চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

আমারদেশ২৪ ডেস্ক:
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার (১ মে) সকালে  টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ নাফ নদে এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন- আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)।  তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা। 
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে মাঝি মোহাম্মদ নুর  বলেন, ‘প্রতিদিনের ন্যায় ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদে মাছ শিকারে যায় জেলেরা।
এ সময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেকে ধরে নিয়ে যায়। এতে আরও বেশ কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হয়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর এই মুহূর্তে শুনেছি। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।’
স্থানীয় জেলে মো, আলম বলেন, ‘আরাকান আর্মির কারণে জেলেদের সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। প্রায় সময় জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।  আজকেও চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন