নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ক্রেডিট নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না: মির্জা আব্বাস।

আমারদেশ২৪ ডেস্ক:
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একা একা ক্রেডিট নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না। সামনে দেশের দুর্দিন মারাত্মকভাবে এগিয়ে আসছে। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা, একটু খেয়াল রাখা দরকার। আমি যা বলেছি, আবার বলছি ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা, সেটা খেয়াল রাখবেন। আমরা বলতে কেবল বিএনপির কথা বলি নাই। সবার কথা বলছি আমি।

মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, অনেকে বলেন ১৭ বছর ধরে আপনারা কি করেছেন আরে ১৭ বছর আমরা গাছের গোড়ায় পানি দিয়ে গোড়া নরম করেছি, যে গাছের মাথায় বসে আপনারা ফল খেয়েছেন। ২ দিনের আন্দোলনে শেখ হাসিনা যায়নি। এটা যারা বলেন, তারা মিথ্যার সাগরে বসবাস করেন। বিএনপিকে ক্রেডিট দিতে চান না।

তিনি বলেন, আমি এখানে আসার আগে অনেক শ্রদ্ধেয় নেতা আমাকে অনুরোধ করেছেন, সংস্কারের পক্ষে কথা বলার জন্য। আমি কখনও সংস্কারের বিপক্ষে ছিলাম না। আমি শুধু বলেছি, যারা সংস্কারের বিপক্ষে ছিলেন, তারা আজ কথা বলেন না কেন

আরও পড়ুন