নিজস্ব প্রতিবেদক:
শনিবার ১০ মে, ২০২৫
সীতাকুণ্ডে গাড়ি ধাক্কায় সাকিব মুন্না (২৩) নামক এক সিএনজিচালিত অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। তিনি কুমিরা ইউনিয়নের মছজিদ্দা এলাকার বাসিন্দা মোঃ আবদুল ওহাবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ছোট কুমিরা বাজার থেকে সাকিব তার সিএনজি অটোরিকশা নিয়ে সীতাকুণ্ডের যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড ইউনিয়নের চারাকান্দি সোনারগাঁও পেট্রোল পাম্প ইউনিট-২ অতিক্রম করছিল।
এ সময় ঢাকামুখী লেনে পৌঁছামাত্রই সাকিব মুন্নার সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পিছনে সজোরে ধাক্কা দিলেসিএনজি অটোরিক্সার সামনের অংশ দুমড়ে মুছড়ে গিয়ে চালক সাকিব মুন্না গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহত চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন বলেন, এ ঘটনায় আমরা প্রথমে আহত চালক সাকিব মুন্নাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে সাকিব মুন্নাকে মৃত ঘোষণা করেন। এ বিষয় সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের হবে।