নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ।

আমারদেশ২৪ ডেস্ক:

বুধবার ১৪ মে, ২০২৫

স্পোর্টস ডেস্ক:

মালদ্বীপের বিপক্ষে ড্র এবং ভুটানের বিপক্ষে জয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। অপেক্ষা ছিল বাংলাদেশ গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল খেলবে নাকি গ্রুপ রানার্সআপ হয়ে।

এর  আগে মঙ্গলবার (১৩ মে) সেই সমীকরণ মিলিয়েছে মালদ্বীপ ও ভুটানের ম্যাচের পর। ৪ বা তার বেশি গোলে মালদ্বীপ জিতলে বাংলাদেশকে টপকে দ্বীপ দেশটি হয়ে যেতো রানার্সআপ। তারা জিততে পারেনি, ড্র করেছে ২-২ গোলে।

২ দলের ম্যাচটি ড্র হওয়ায় বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ১৬ মে প্রথম সেমিফাইনাল খেলবে। এরই মধ্যে সেমিফাইনালের প্রতিপক্ষও নির্ধারণ হয়েছে বাংলাদেশের।মঙ্গলবার অন্য গ্রুপে ভারত ৪-০ গোলে হারিয়েছে নেপালকে। এই ম্যাচে ভারত জেতায় ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন ভারত। রানার্স আপ হয়েছে নেপাল।

সেই হিসেবে ‘বি’ গ্রুপের রানার্সআপ দল নেপাল সেমিফাইনাল খেলবে বাংলাদেশের বিপক্ষে। আর চ্যাম্পিয়ন ভারত খেলবে মালদ্বীপের বিপক্ষে। দুটি সেমিফাইনালই হবে ১৬ মে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মে।

 

আরও পড়ুন