নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

উপাচার্যকে ‘ফাদার অব মবোক্রেসি’ আখ্যা ঢাবি ছাত্রদল সভাপতির।

আমারদেশ২৪ ডেস্ক:
রবিবার, ১৮ মে, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে ‘ফাদার অব মবোক্রেসি’ আখ্যা দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। এ সময় তিনি উপাচার্য ও প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন।
সাহস বলেন, ৫ আগস্টের পর ছাত্র রাজনীতি চায় না বলে সাধারণ শিক্ষার্থী নামধারী কিছু গুপ্ত সংগঠনের কর্মীরা মবোক্রেসি করেছে। আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি কারা এটিকে উসকে দিচ্ছে। আমরা জানতে পেরেছি, এই ভিসির ‘সাহায্যে’ তারা এই মব করেছে। আজ থেকে এই ভিসিকে আমি মাননীয় বলা বাদ দিয়ে ‘ফাদার অব মবোক্রেসি’ বলে আখ্যা দিলাম।
রোববার (১৮মে) দুপুরে অপারেজয় বাংলার পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, ক্যাম্পাসের নিরাপত্তা দিতে ‘ব্যর্থ’ উপাচার্য-প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কালো পতাকা নিয়ে মিছিল করেছে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি ভিসি চত্বর হয়ে কলা অনুষদের সামনে অপরাজেয় বাংলায় এসে শেষ হয়। পরে সেখানে এই সমাবেশ করে সংগঠনটি।

আরও পড়ুন