স্পোর্টস ডেস্ক:
সোমবার, ১৯ মে, ২০২৫
বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় আছেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। দুই সপ্তাহ আগে ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাকে লাল-সবুজ জার্সিতে খেলার জন্য আনুষ্ঠানিক অনুমতি প্রদান করেছে। ঘরের মাঠে এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে তাকে পাওয়ার আশা করছে বাফুফে। শেকড়ের টানে ঘরে ফিরতে সামিতেরও তর সইছে না। সম্প্রতি ইউটিউব চ্যানেল ওয়ানস্কোরারের সঙ্গে এক পডকাস্টে কানাডার লিগে খেলা তার দল ক্যাভালরি এফসি ও বাংলাদেশকে নিয়ে দেখা তার স্বপ্নের কথা তুলে ধরেছেন। সময়ের আলোর পাঠকদের জন্য সেই অংশটুকু ভাষান্তর করে দেওয়া হলো-
প্রশ্ন : ছোটবেলায় আনন্দের জন্য স্থানীয় বন্ধুদের সঙ্গে এডমন্ড ক্লাব ও যুব দলের হয়ে ফুটবল খেলেছেন। পেশাদার ফুটবলার হওয়ার চাপ নেননি। এক দশকের ফুটবল ক্যারিয়ারে পা দিয়ে বর্তমানে ক্যাভালরি এফসির হয়ে তৃতীয় মৌসুম খেলছেন। এডমন্ডে বেড়ে উঠার শুরুর দিনগুলোর কথা যদি বলতেন…
সামিত : বন্ধুদের সঙ্গে খেলা নিউ সকার ও ক্লাব সকারকে ঘরের মতো মনে হয়। দিনগুলো খুবই উপভোগ্য ছিল। ভালো ক্লাবগুলোর একটি হলেও সেখানে খুব একটা চাপ ছিল না। হাসি-ঠাট্টার মাধ্যমে দলীয় প্রচেষ্টায় খেলেছি।