নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ২ পিওকে দুদকের জিজ্ঞাসাবাদ।

আমারদেশ২৪ ডেস্ক:
বুধবার, ২১ মে, ২০২৫
দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মুহাম্মদ তুহিন ফারাবী ও বর্তমান পিও ডা. মাহমুদুল হাসান দুর্নীতি দমন কমিশনে (দুদক) তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া দুদকের তলবে সাড়া দিয়ে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরও।
তবে তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসান গত মঙ্গলবার হাজির হওয়ার কথা থাকলেও তারা বুধবার (২১ মে) দুদকের প্রধান কার্যালয়ে আসেন। আর গাজী সালাউদ্দিন তানভীরকে বুধবার তলব করেছিল দুদক। তাদের জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পর্ক অর্জনের অভিযোগ রয়েছে।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম জানান, সংশ্লিষ্টরা দুদকের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিস্তারিত পর্যালোচনা করে তাদের প্রতিবেদন দেবেন। বৃহস্পতিবার (২২ মে) যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দুদকে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে বক্তব্য উপস্থাপন করার কথা রয়েছে।
এদিকে, বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ডা. মাহমুদুল হাসানকে। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমে তিনি জানান, ব্যক্তিগত জীবনের ব্যস্ততার কারণে পদত্যাগ করতে যাচ্ছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ অসত্য ও মিথ্যা বলে দাবি করেছেন মাহমুদুল।
মাহমুদুল হাসান বলেন, মূলত গত মঙ্গলবার দুদক তলব করেছিল। আমি চিঠি পাইনি। গণমাধ্যমে জেনে আজ হাজির হয়েছি। অভিযোগও গণমাধ্যম থেকে জেনেছি। অভিযোগ ছিল তদবির ও অনৈতিক লেনদেন। যা অসত্য। কোটি কোটি টাকা পাচারের অভিযোগ, আমি আসলেই মর্মাহত। আমি মূলত জুলাই আন্দোলনের আহতদের চিকিৎসার বিষয়টি সমন্বয়ের দায়িত্ব পালন করছি। ইতোমধ্যে ৪৭ জনকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করানো হচ্ছে। আরও আহতদের পাঠানো হবে। আমি পদে থাকি বা না থাকি আহতদের চিকিৎসা নিয়ে কাজ করে যাব।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মাহমুদুল বলেন, ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি পদত্যাগ করতে চাই। আমি স্বাস্থ্য উপদেষ্টা বরাবর আবেদন করবো। এরপর তিনিই পরবর্তী পদক্ষেপ নেবেন। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবিকেও জিজ্ঞাসাবাদ করে দুদক। যদিও জিজ্ঞাসাবাদ শেষে তার বক্তব্য পাওয়া যায়নি।
বুধবার দুদকের প্রধান কার্যালয়ে দীর্ঘ প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর বলেন, অভিযোগ ভিত্তিহীন, প্রমাণিত হলে জেলে যেতে রাজি। অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। এর কারণে আমাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় হতে হয়েছে। এর যথাযথ তদন্ত হওয়া উচিত।
তিনি বলেন, গণমাধ্যমে এসেছে ১১০ কোটি টাকার কাগজে ৪০০ কোটি টাকা দুর্নীতি হয়, এটা হয় কীভাবে। কিছুদিন আগেও ২৫০ কোটি টাকার দুর্নীতির বিষয়টি এসেছে। যেকোনো অ্যাঙ্গেলে এর হিসাব খতিয়ে দেখা উচিত। এর সঠিকভাবে তদন্ত হওয়া উচিত। অন্যদিকে ৬৪ জেলায় ডিসি নিয়োগ, এটা একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। যদি কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাহলে তাকে তো মহাশক্তিশালী হতে হবে।
এর আগে গত ২১ এপ্রিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। চলতি বছরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপানোর কাগজ কেনায় কমিশন বাণিজ্য নিয়ে দুর্নীতির অভিযোগের সঙ্গে তার নাম উঠে আসে।

আরও পড়ুন