নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

খাগড়াছড়িতে শিশুসহ ৫ জন পুশইন করেছে বিএসএফ।

আমারদেশ২৪ ডেস্ক:

বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

খাগড়াছড়ির রামগড় সীমান্তে নারী ও শিশুসহ ৫ ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফর আগে বুধবার (২১ মে) গভীর রাতে রামগড় পৌরসভার ফেনীরকূলের কাজীরচর এলাকা দিয়ে ১১৪ ব্যাটালিয়নের বিএসএফ তাদের জোর করে বাংলাদেশে ঠেলে দেয়।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ৪৩ ব্যাটালিয়নের মহামুনি বিওপির বিজিবি আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলো উমেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫), তিন কন্যা সন্তান সুমাইয়া (৮), রুম্পা (১২) ও রুমি (১৫)।

বাংলাদেশে ঠেলে দেওয়া উমেদ আলী বলেন, ভারতের হরিয়ানা থেকে তাদের ধরে এনে হাত-পা বেধে ত্রিপুরা সীমান্তের ফেনী নদীতে ফেলে দেয় বিএসএফ। তারা হরিয়ানায় ইটেরভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

উমেদ আলী আরও বলেন, বুধবার দিবাগত ১২টার দিকে মারধর করে জোরপূর্বক নদীতে ফেলে দেওয়ার পর সারারাত তারা নদীর পানিতে ভেসে এসে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নদীর বাংলাদেশ কিনারায় ভিড়ে। পরে তীরবর্তী গ্রামবাসিদের সহায়তায় তারা সোনাইপুল এলাকায় পৌঁছে।

তিনি আরও জানান, এরআগে বিএসএফ তাদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল ফোন ইত্যাদি কেড়ে নেয়। নদীতে ফেলার আগে তাদের কোমরে প্লাস্টিকের খালি বোতল বেধে দেয়া হয়। ফলে তারা নদীর পানিতে ভাসতে ভাসতে এপারে চলে আসে।

রামগড় উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ইসমত জাহান তুহিন বলেন, মানবিক কারণে আটককৃতদের রামগড় হাই স্কুলে বিজিবি ও পুলিশের হেফাজতে রাখা হয়েছে।উল্লেখ্য, এরআগে ৬ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৮১জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।

 

আরও পড়ুন