নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চুয়াডাঙ্গায় ফসলি জমি থেকে সাড়ে ৬ কেজি ওজনের গাঁজা গাছ উদ্ধার। কাল থেকে অনলাইনে মিলবে জামিননামা: আসিফ নজরুল। গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায়-মীর হেলাল। ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন ড,ইউনুস। ফুটবল মাথায় সাইকেলে চালিয়ে ৪র্থ বার গিনেস বুকে শালিখার হালিম। সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে : আমির খসরু। রাজধানীতে জাতীয় পার্টির সমাবেশে ককটেল বিস্ফোরণ। কক্সবাজার রেল লাইন প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের মার্চে। মীরসরাইয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী নিহত, স্ত্রী আহত। চট্টগ্রামে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও সন্ত্রাসী সরঞ্জামসহ ৩ গ্রেফতার।

দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে।

আমারদেশ২৪ ডোস্ক।
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে।সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের ২ হাজার ৭১৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে স্বর্ণের দাম।
গতকাল সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে রোববার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৪ ও ২ সেপ্টেম্বর এবং ৩১ ও ২৭ আগস্ট স্বর্ণের দাম আর চার দফা বাড়ানো হয়। চার দিনের মাথায় এখন দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন