নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চুয়াডাঙ্গায় ফসলি জমি থেকে সাড়ে ৬ কেজি ওজনের গাঁজা গাছ উদ্ধার। কাল থেকে অনলাইনে মিলবে জামিননামা: আসিফ নজরুল। গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায়-মীর হেলাল। ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন ড,ইউনুস। ফুটবল মাথায় সাইকেলে চালিয়ে ৪র্থ বার গিনেস বুকে শালিখার হালিম। সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে : আমির খসরু। রাজধানীতে জাতীয় পার্টির সমাবেশে ককটেল বিস্ফোরণ। কক্সবাজার রেল লাইন প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের মার্চে। মীরসরাইয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী নিহত, স্ত্রী আহত। চট্টগ্রামে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও সন্ত্রাসী সরঞ্জামসহ ৩ গ্রেফতার।

আমাদের কারো সাথে জোট বা আসন সমঝোতা হয়নি: নুর।

আমারদেশ২৪ ডেস্ক।

বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫

গণঅধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করেনি বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি একথা জানান।

নুরুল হক নুর লেখেন, ‘আচ্ছা, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল-তমুক দলের সাথে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত ১ বছরে অন্তত একশ’বার মিডিয়ার সামনে বিভিন্ন প্রোগ্রামে বলেছি আমাদের কারো সাথে জোট বা আসন সমঝোতা হয়নি।’

নুর আরও লেখেন, ‘তবে নির্বাচন ঘনিয়ে আসায় বর্তমানে নির্বাচনী জোট নিয়ে কয়েকটি দলের সাথে আলাপ-আলোচনার পাশাপাশি আমরা ৩০০ আসনেই প্রার্থী দেয়া নিয়ে কাজ করছি। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ৩৬ টি আসনে ৩৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।’

খুব শিগগিরই পর্যায়ক্রমে বাকী আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবেও উল্লেখ করেন গণঅধিকারের সভাপতি। দলের দায়িত্ব প্রাপ্তদের বক্তব্য না নিয়ে মনগড়া বা অনুমান নির্ভর সংবাদ প্রচার বা প্রকাশ না করারও আহ্বান জানান তিনি।

শেষে তিনি দলের ২ দায়িত্বপ্রাপ্ত নেতার নাম ও ফোন নম্বর দিয়ে দেন। বলেন, কোনো তথ্যের প্রয়োজনে যেন এই দুই জনের সঙ্গে যোগাযোগ করেন।

 

আরও পড়ুন